হাওড়া স্টেশনের উপর থেকে খানিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণের উদ্দেশে ছেড়ে যাওয়া ৮টি বিশেষ ট্রেন হাওড়ার বদলে ছাড়বে শালিমার স্টেশন থেকে।
একনজরে তালিকা:
২ নভেম্বর ০২১০১ এলটিটি হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমারে যাত্রা শেষ করবে।
৪ নভেম্বর ০২১০২ হাওড়া এলটিটি স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়া হবে।
১ জানুয়ারি ০৮০৪৭ হাওড়া ভাস্কো-দি-গামা স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়বে।
২ জানুয়ারি ০৮৬৪৫ হাওড়া হায়দরাবাদ স্পেশাল ট্রেনটি শালিার থেকে ছাড়বে।
৪ জানুয়ারি ০৮৬৪৬ হায়দরাবাদ হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমার যাত্রা শেষ করবে।
৪ জানুয়ারি ০৮০৪৮ ভাস্কো-দি-গামা হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমারে যাত্রা শেষ করবে।
১৩ জানুয়ারি ০৯২০৫ পোরবন্দর হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমারে যাত্রা শেষ করবে।
১৪ জানুয়ারি ০২৫৪৩ হাওড়া চেন্নাই স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়বে।
১৪ জানুয়ারি ০২০৮৭ হাওড়া পুরী স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়বে।
১৪ জানুয়ারি ০৮৪১০ পুরী হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমারে যাত্রা শেষ করবে।
১৫ জানুয়ারি ০৯২০৬ হাওড়া পোরবন্দর স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়বে।
১৫ জানুয়ারি ০৮৪০৯ হাওড়া পুরী স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়া হবে।
১৫ জানুয়ারি ০২৫৪৪ চেন্নাই হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমারে যাত্রা শেষ করবে।
১৫ জানুয়ারি ০২০৮৮ পুরী হাওড়া স্পেশাল ট্রেনটি শালিমারে যাত্রা শেষ করবে।
১৬ জানুয়ারি ২০২২ ওখা হাওড়া স্পেশল ট্রেনটি শালিমার স্টেশনে যাত্রা শেষ করবে।
১৮ জানুয়ারি ০২৯০৬ হাওড়া ওখা স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছাড়বে।
Be the first to comment