শান্তনু সাম্রাজ্যের সন্ধানে হুগলিতে ইডি !

Spread the love

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়েরসম্পত্তি খতিয়ে দেখতে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরআধিকারিকরা। হুগলি জেলাতে এখনও পর্যন্ত প্রায় কুড়িটি বাড়ির হদিশ মিলেছে। ব্যান্ডেলে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) স্ত্রীর নামে বিশাল সম্পত্তির পাশাপাশি হুগলির বলাগড়েও একটি গেস্ট হাউসের খোঁজ মিলেছে। কী রয়েছে সেখানে ? সেই সন্ধানে আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স (CGO Complex)থেকে ইডি আধিকারিকদের ছয় সদস্যের দল হুগলির বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন।

হুগলি জেলার ব্যান্ডেলে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার নামে রাজমহলের সন্ধান পেল ইডি। বাড়ি বন্ধ অবস্থায় থাকায় তালা ভেঙে ভিতরে প্রবেশের কাজ শুরু করেছে আধিকারিকরা। অন্যদিকে হুগলির বলাগড়েও চলছে ইডি অভিযান। সেখানে দশ বিঘা জমির ওপর শান্তনুর নামে এক গেস্ট হাউসের খোঁজ মিলেছে। স্থানীয় দোকান থেকে হাতুড়ি এনে বিলাসবহুল গেস্টহাউসে একের পর এক ঘরে অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। স্থানীয়রা অভিযোগ করছেন, জোর করে জমি দখল করে এই গেস্ট হাউসে লুকিয়ে একাধিক কাজকর্ম চালাতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*