উত্তেজনা শহিদ সম্মান যাত্রায়, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

Spread the love

এবার বিজেপির শহিদ সম্মান যাত্রাকে ঘিরেও উত্তেজনার পারদ চড়েছে ক্রমশ। শহিদ সম্মানযাত্রার প্রথম দিনই গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিজেপির দাবি শহিদ সম্মান যাত্রাতেও বাধা দিয়েছে পুলিশ। দল সূত্রে জানা গিয়েছে এদিন শহিদ সম্মান যাত্রা শুরু হওয়ার আগে বিরাটির গৌরীপুর কালীবাড়ি এলাকায় পুজো দিতে এসেছিলেন শান্তনু ঠাকুর।

এদিকে বিজেপির কর্মীরা আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন। তিনি আসার আগেরই সেখান থেকে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ। এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। এদিকে ঘটনার কথা জেনেই বিরাটিতে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সমর্থকদের তাঁর সঙ্গে যাওযার দাবিতে তিনি অবস্থান বিক্ষোভ চালাতে শুরু করেন।  

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর ভাই সুব্রত ঠাকুরও এদিন তাঁর সঙ্গে ছিলেন। পুলিশ বিজেপি কর্মীদের তাঁর সঙ্গে কর্মসূচিতে যেতে বাধা দেয়। এরপরই দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। পুলিশ এরপর কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে খবর, সেই সময় আচমকা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও পুলিশের ভ্যানে উঠে পড়েন। তাঁর দাবি বিজেপি কর্মীদের গ্রেফতার করা মানেই তাঁকে গ্রেফতার করা। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় এদিন শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে উত্তরবঙ্গেও উত্তেজনা ছড়ায়। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*