তৃণমূল থেকে সাসপেন্ড শান্তুনু সেন ও আরাবুল ইসলাম

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হল শান্তুনু সেন ও আরাবুল ইসলামকে।

দলবিরোধী কাজের অভিযোগ। তৃণমূল থেকে সাসপেন্ড করা হল চিকিৎসক তথা তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন।
দল বিরোধী কাজের জন্য এর আগেও আরাবুল ইসলামকে ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরে দলনেত্রী তাঁর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন। যার ফলে গত পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন আরাবুল ইসলাম।
কিন্তু সাম্প্রতিক কালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে প্রকাশ্যেই তাঁর দ্বন্দ্ব দল ভালো চোখে মেনে নেয়নি দল। তাঁকে বারবার সতর্কও করা হয়েছিল কিন্তু আরাবুল তাতে কর্ণপাতও করেননি। তার ফলশ্রুতিতেই দলের তরফে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, আরজি কর কাণ্ড নিয়ে শান্তনু সেন মুখ খোলায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে যায় শাসক দল। শান্তনু সেনের প্রকাশ্যে নানা ধরনের মন্তব্য দলকে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যার ফলে আজ এই দুজনের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে বাধ্য হল দল।
উল্লেখ্য, এর আগে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছর ৮ ফেব্রুয়ারি আরাবুলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনও পান আরাবুল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*