তবে কি এবার তৃণমূলে শত্রুঘ্ন? শুরু জোর গুঞ্জন

Spread the love

তবে কি ২১ জুলাইয়ের মঞ্চে এবার বড় চমক দিতে চলেছে তৃণমূল? যশবন্ত সিনহার পর এবার তৃণমূলে যোগ দিতে পারেন শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর ইতিমধ্যেই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচন বেশ খানিকটা এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে শহিদ দিবসের মঞ্চেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে পারেন শত্রুঘ্ন সিনহা। যা নিয়ে চলছে জোর জল্পনা।

কোভিড আবহে গতবছরের মতো এবারেও ধর্মতলায় সীমিত সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে পালিত হবে ২১ জুলাই। তবে শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী। জানা গিয়েছে, বেশ কয়েকজন জনপ্রিয় নেতার যোগদানের সম্ভাবনা রয়েছে সেদিনের অনুষ্ঠানে। যোগ দিতে পারেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

এর আগে তৃণমূলে যোগ দিয়েছেন বর্ষীয়াণ বিজেপি নেতা যশবন্ত সিনহা। জানা গিয়েছে, যশবন্ত সিনহার সময়ই দলের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছিলেন শত্রুঘ্ন সিনহা। এর আগে তৃণমূল আয়োজিত ব্রিগেডের সমাবেশেও তাঁকে দেখা গিয়েছিল। তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন বিহারীবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলেও উল্লেখ করেন তিনি।

এর মধ্যে যদিও গুঞ্জন শুরু হয়েছিল শত্রুঘ্ন সিনহার টুইটার পোস্ট থেকে। মনে করা হচ্ছিল তিনি ফের বিজেপিতেই ফিরছেন। কিন্তু, পরে দেখা গেল তৃণমূলের প্রতি ঝুঁকেছেন প্রবীন এই অভিনেতা। সূত্রের খবর, সংবাদমাধ্যমে স্পষ্টভাবে কিছু না জানালেও তিনি বলেছেন, ‘রাজনীতি সম্ভাবনার জায়গা।’ তৃণমূলের বেশ কিছু স্থানীয় নেতাও বিষয়টি ঘনিষ্ঠমহলে স্বীকার করে নিয়েছে বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*