২০২১- এর কেন্দ্রীয় বাহিনীর বুলেটের বদলা ২০২৩ সালে নিলেন বাংলার মানুষ। গত বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। ছুটে গেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট করানোর রায় দেয় আদালত। ভয় ছিল দুবছর আগের সেই স্মৃতি ফিরবে না তো? কিন্তু মঙ্গলবার ভোটের ফলপ্রকাশের দিন দেখা গেল বাংলার মানুষ বুলেটে নয় ব্যালটে জবাব দিয়েছেন। বিরোধীদের দাঁত ফোটাতে দিলেন না শীতলকুচির জনগণ। পঞ্চায়েত ভোটে ওই এলাকার ৮টি গ্রাম পঞ্চায়েতেই জয়ের পথে রাজ্যের শাসক দল।
কোচবিহারের শীতলকুচিতে পঞ্চায়েত ভোটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরোধী শিবির। ৮টি পঞ্চায়েতেই নিরঙ্কুশ জয়ের পথে ঘাস্ফুল। দুবছর আগের সেই দিনে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সাহায্য আর ভালবাসা ভোলেননি শীতলকুচির বাসিন্দারা। তারই প্রতিফলন এবার পঞ্চায়েত ভোটের ফলাফলে। প্রমাণ হয়ে গেল মানুষ আছেন তৃণমূলের পাশেই।
Be the first to comment