ক্ষিণ কাঁথিতে অধিকারী পরিবারের খাস তালুকেই আক্রান্ত শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়ি। আহত হন সৌমেন্দুর গাড়ির চালক। অভিযোগ, ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বেই হামলা হয়েছে। এনিয়ে পাল্টা দিলেন শিশির অধিকারী।
শিশিরবাবু বলেন, সৌমেন্দুর কেশ স্পর্শ করার ক্ষমতা ওদের নেই। আগামী দুদিন আরও ক্রুসিয়াল সময় আসছে। দুঘণ্টার মধ্যে ওষুধ দিয়ে দেব। কড়া ডোজ দেব রাধাগোবিন্দকে।
উল্লেখ্য, কাঁথির ২০৬ ও ২০৭ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ পেয়ে ছুটে যান দক্ষিণ কাঁথির বিজেপি এজেন্ট সৌমেন্দু অধিকারী। দাবি, বুথের বাইরে তাঁর গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তাঁর গাড়ির চালক আহত হন। সৌমেন্দুর দাবি, ৩টি বুথে রিগিং করা হচ্ছিল। তা রুখতে চলে এসেছিলেন। এখানে কোনওদিন এই ঘটনা ঘটেনি।
সৌমেন্দুর কথায়,’তৃণমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে জনা পঞ্চাশেক দুষ্কৃতী হামলা চালিয়েছে। ২০৬ ও ২০৭ নম্বরে বুথে রিগিং করছিল। কেন্দ্রীয় বাহিনীকে বলার পরও হেলদোল ছিল না। ভিতরে ছিলাম। তখন গাড়িতে আক্রমণ করল। গ্রেফতার না হওয়া পর্যন্ত এলাকা ছাড়ব না।’
রাধাগোবিন্দর বিরুদ্ধে তোপ দেগে শিশির অধিকারী বলেন, মদ,মাংস কেন্দ্রীয় বাহিনীকে সাপ্লাই করছে। এর ব্যবস্থা করব। প্রতিটি প্রক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে।
Be the first to comment