“হাম কমল মে দিয়া হ্যায়”; বুথ থেকে বেরিয়ে ঘোষণা শিশিরের

Spread the love

শনিবার ভোট দিয়ে বুথের বাইরে বেরিয়েই কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী সাফ বলে দিলেন, ‘হাম কমল মে দিয়া হ্যায়’।

গত ২১ মার্চ এগরায় অমিত শাহের মঞ্চে হাজির হলেও এখনও খাতায়-কলমে তিনি কাঁথির তৃণমূল সাংসদ। কিন্তু শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দেওয়ার পরে শিশির সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার কথাও বলেছেন।

পাশাপাশি, গণতন্ত্রের উৎসবে সর্বোত ভাবে অংশ নেওয়ার জন্য আমজনতার কাছে আবেদন জানান তিনি। তৃণমূলের নাম না করে শিশির এ দিন বলেন, ‘‘আমি চাই বিরোধীদের শুভবুদ্ধি হোক। তাঁর এক বার পরাজয়ের স্বাদ নিতে শিখুন।’’

এদিন কাঁথিতে তাঁর ছেলে সৌমেন্দুর উপর হামলা এবং চালকের আহত হওয়া নিয়েও প্রশ্ন করা হয় শিশিরকে। আহতের চিকিৎসা সম্পর্কে জানতে চাওয়া হলে শিশির বলেন, ‘‘কাচ ভেঙে হাতে লেগেছে। কড়া ডোজ তো দিতেই হবে।’’ তবে শিশিরের ‘কড়া ডোজ’ মন্তব্যের ‘ব্যাখ্যা’ নিয়ে নানা জল্পনা চলছে জেলা রাজনীতিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*