মন্ত্রিত্ব থেকে থেকে ইস্তফা দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ফলে মেয়র পদ থকেই ইস্তফা দিতে পারেন বলেও জল্পনা বাড়ছে। মঙ্গলবার দুপুরেই ফের শোভনের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে আসে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গও। সূত্রের খবর, হয় কাজ নয় সম্পর্ক যে কোনও একটিকে বেছে নিতে বলা হয় মেয়রকে। ইঙ্গিত যে বান্ধবী বৈশাখীকে তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
সমস্যার সূত্রপাত হয়, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের সময়। গীতাঞ্জলি প্রকল্পে কত ঘর দেওয়া হয়েছে জানতে চান বিরোধীরা। তখন জানা যায়, এই প্রকল্পে এই বছর এখনও কোনও বাড়ি দেওয়া হয়নি। আবাসন মন্ত্রী হিসেবে যার দায় বর্তায় শোভন চট্টোপাধ্যায়ের ঘাড়েই। প্রশ্নোত্তর পর্ব শেষে ডেকে পাঠিয়ে এই নিয়ে মন্ত্রীকে তিরস্কার করেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব গৌতম সান্যালের কাছে পদত্যাগপত্র জমা দেন শোভন চট্টোপাধ্যায়।
তবে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। নবান্ন থেকে সেটা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Be the first to comment