নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি, মৃত ১ সেনা জওয়ান

Spread the love
সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। রবিবার সাতসকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে চলল গুলি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে পাঁচজন জঙ্গি। মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানেরও। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এখনও এনকাউন্টার চালু রয়েছে সোপিয়ানে। কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, এখনও জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।
জানা গিয়েছে, সোপিয়ান জেলার কাপরান বাটাগুন্ড এলাকায় রবিবার সকালে শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ। সেনাবাহিনীর অনুমান, সম্ভবত এখনও একজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। তার খোঁজেই গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা। যে জঙ্গিদের মৃত্যু হয়েছে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নিরাপত্তারক্ষীদের মধ্যে কারোও কোন ক্ষতি হয়নি বলেই খবর।
এই ঘটনার দিন চারেক আগে চারজন জঙ্গির মৃত্যু হয়েছিল। সোপিয়ান জেলারই নাদিগাম গ্রামে লুকিয়ে ছিল বেশ কয়েকজন জঙ্গি। সেনাবাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল আগে থেকেই। সেই মতৈ অপারেশন চালানো হয় নাদিগাম গ্রামে। সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে যায় চার জঙ্গি। নিহত হয়েছিলেন এক সেনা জওয়ানও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*