শুধুমাত্র আজ অর্থাৎ সোমবার মিলবে কোভিশিল্ড। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শহরে বন্ধ হয়ে গেল কোভিশিল্ডের টিকাকরণ। জোগান কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। তবে চালু থাকবে কোভ্যাক্সিন।
কলকাতা পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রে গত ৬ ও ৭ অগাস্ট কোভিশিল্ডের টিকাকরণ বন্ধ ছিল। কসবার হালতু থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, পুরসভার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঝুলিয়ে দেওয়া হয় টিকাকরণ বন্ধের নোটিশ। যদিও চালু ছিল কোভ্যাক্সিন। জানা গিয়েছে, এক লাখের বেশি মানুষ কোভিশিল্ডের টিকার জন্য অপেক্ষায় রয়েছেন। এদিকে, টিকার ভাড়ার শূন্য হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, গত শনিবার কোভিশিল্ডের সাড়ে তিন লাখ ও কোভ্যাক্সিনের এক লাখ ডোজ আসে কলকাতায়। সোমবার থেকে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিশিল্ড পাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। জানিয়ে দেওয়া হল, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাললের জন্য মিলবে না কোভিশিল্ড। স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, কলকাতার জন্য বরাদ্দ হয়েছে কোভিশিল্ডের ৪০ হাজার ডোজ। এর মধ্যে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্য ৩০ হাজার ডোজ বরাদ্দ হয়েছে। সে জায়গায় ২ অগাস্ট পর্যন্ত রাজ্যে ৩ কোটির কিছু বেশি মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন। রাজ্যের জনসংখ্যার ৭০ শতাংশ এখনও ভ্যাকসিন পায়নি। এদিকে, কোভিশিল্ডের ডোজ বন্ধ হয়ে যাওয়ার খবরে চিন্তায় পড়েছেন অসংখ্যমানুষ।
Be the first to comment