ধর্মতলায় সাধুদের সমাবেশ থেকে অখণ্ড ভারত গড়ার ডাক দিলেন শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক :- ধর্মতলার সাধুদের মঞ্চ থেকে অখণ্ড ভারত গড়ার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে তিনি ‘হিন্দু তুমি জাগো’ বলেও স্লোগান তোলেন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এবং চিন্ময়কৃষ্ণ দাস-সহ সমস্ত সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তি এবং পশ্চিমবঙ্গে বিপন্ন সনাতনীদের রক্ষার্থে বৃহস্পতিবার রাণী রাসমণি রোডে এক জনসমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সাধুসন্ত সমাজের ৫০টি সংগঠন এই সমাবেশে অংশগ্রহণ করে। যদিও এটি একটি অরাজনৈতিক সমাবেশ ছিল। তবে এই মঞ্চে আজ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেখান থেকেই তিনি অখণ্ড ভারত গড়ার ডাক দেন একই সঙ্গে বাংলার সনাতনী সমাজের পাশাপাশি দেশের সমগ্র হিন্দুদেরও এক হওয়ার বার্তা দেন তিনি। এদিন তিনি বলেন, ‘‘বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি। কারণ, এক থাকলেই সবাই সুরক্ষিত থাকবে। এই লড়াই অস্তিত্বের লড়াই। এই লড়াই জিততেই হবে।’’ একই সঙ্গে তিনি ভারতে সনাতনীদের জন্য পৃথক বোর্ড গঠনের প্রস্তাব দেন।
এমনকি বাংলাদেশে রফতানি বন্ধ করার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে ভারতে আমদানি হয় মাত্র ১১.২৫ বিলিয়ন। অন্যদিকে সুতো থেকে শুরু করে আলু-পেঁয়াজ আনাজের মতো প্রায় ৯৭ ধরনের সামগ্রী রফতানি করা হয়। তাই সাত দিন বাণিজ্য বন্ধ রাখলে বাংলাদেশ বুঝতে পারবে বলে মনে করেন শুভেন্দু অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*