নির্মলা সীতারামনের মন্তব্যের জবাব দিলেন নভজ্যোৎ সিং সিধু

Spread the love
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সেদেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাওয়েজাকে আলিঙ্গন করেন প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। তারপরে সমালোচনায় মুখর হয় বিজেপি। সবশেষে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেন, সিধুর আচরণে ভারতের সৈনিকরা মর্মাহত হয়েছেন। এরপর বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিধু সেই সমালোচনার জবাব দেন।
সম্প্রতি সিধুর দল কংগ্রেস রাফায়েল কেলেংকারি নিয়ে বিজেপিকে চেপে ধরার চেষ্টা করছে। সিধুও সমালোচনার জবাব দিতে গিয়ে সেকথা টেনে এনেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, আপনারা আবার ওই নিয়ে হইচই শুরু করেছেন? সিধু এখন এত গুরুত্বপূর্ণ লোক হয়ে গিয়েছে যে প্রতিরক্ষামন্ত্রী পর্যন্ত তাকে নিয়ে বিবৃতি দিচ্ছেন।  আরে আমি তো স্রেফ একজনকে জড়িয়ে ধরেছি। রাফায়েল কেলেংকারি তো করিনি। কারও উদ্দেশে গুলিও চালাইনি।
সিধুর প্রশ্ন, আমি এক সেকেন্ডের জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে আলিঙ্গন করেছিলাম। সেই ব্যাপারটাকে এত ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে কেন? এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে নাকি?
তিনি আগেও সমালোচনার জবাব দিয়ে বলেছিলেন, দুই দেশের ক্রিকেট ম্যাচের আগে কি খেলোয়াড়রা হাত মেলান না? ইমরান মানুষ হিসাবে খুব ভালো।  ভারতে অনেক ম্যাচও খেলেছেন। তিনি যদি বিরাট কোহলির সঙ্গে হাত মেলাতে চান, বিরাট কি প্রত্যাখ্যান করবে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*