মঙ্গলবার থেকেই অমঙ্গলের ইঙ্গিত মিলেছিল। বালিচক স্টেশনের কাছে সিগন্যালিং এর সমস্যা হওয়ার কারণে গতকাল দুপুর থেকেই একাধিক ট্রেন বাতিল করা হয়। কিন্তু রাত্রি পেরিয়ে সকাল গড়িয়ে ফের দুপুর হতে চলল, এখনও মিটলো না রেলের সমস্যা? বিপর্যস্ত খড়গপুর লাইনের রেল পরিষেবা। একগুচ্ছ ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ।
রেলে সিগন্যালিং এর সমস্যা নতুন নয়। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষেত্রেও সেই সিগন্যালের ত্রুটিকেই উল্লেখ করা হয়েছে। তারপরেও হুঁশ ফেরেনি রেলের। দুদিন অন্তর অন্তর সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এতেই রীতিমত বিরক্ত সাধারণ মানুষ। বালিচক স্টেশনে গতকাল থেকে কাজ শুরু হওয়ার জন্য হাওড়া থেকে মেদিনীপুর -খড়গপুরগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ২২ ঘন্টা হতে চলল, এখনও মেটেনি সমস্যা। এর জেরে লোকাল ট্রেনের পাশাপাশি, ইস্পাত এক্সপ্রেস, রূপসী বাংলা, স্টিল এক্সপ্রেসের মতো দূরপাল্লার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও আজকের জন্য বাতিল করেছে রেল।
Be the first to comment