ইথিওপিয়া এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতের পরিবেশমন্ত্রকের এক আধিকারিকের। নাম শিখা গর্গ। তিনি রাষ্ট্রপুঞ্জের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় আরও তিনজন ভারতীয়র মৃত্যু হয়েছে বলে খবর।
উল্লেখ্য, রবিবার ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে। বিমানটিতে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন কর্মী ছিলেন। সংবাদসংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় ১৫৭ জনেরই মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে শিখা গর্গ সহ মোট চার ভারতীয় ছিলেন। শিখা গতকাল জাতিসংঘের পরিবেশ কর্মসূচির একটি বৈঠকে যোগ দিতে নাইরোবি যাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি লেখেন, বিমান দুর্ঘটনায় চার ভারতীয়র মৃত্যুর খবর দুঃখজনক। ওদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ইথিওপিয়ায় ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছি। চার ভারতীয়র নাম পান্নাগেশ ভাস্কর বৈদ্য , হানসিন আন্নগেশ বৈদ্য, শিখা গর্গ ও নুকাভারাপু মনিষা।
Be the first to comment