মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত সিকিম। এই পরিস্থিতিতে সিকিমের বিপর্যয় খাতে প্রায় ৪৫ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস দিয়েছেন সবরকম সাহায্যের।
মেঘভাঙা বৃষ্টির ফলে হড়পা বানের পাশাপাশি, সিকিমে দেখা গেছে কাদার স্রোত। সেই স্রোতে ভেসে গেছে বহু বাড়িঘর, দোকানপাট। যার নীচে বহু মানুষ চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। শুধু সাধারণ মানুষের বাড়িঘর নয়, সেনা ছাউনিতেও ঢুকে পড়েছে জল। নিখোঁজ সেনারাও। সবমিলিয়ে সিকিমের পরিস্থিতি খুবই ভয়াবহ। এই পরিস্থিতিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধাররার্যে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এই চরম পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা তহবিলে রাজ্যের বরাদ্দ টাকা আগাম মঞ্জুর করল কেন্দ্র। কেন্দ্রের তরফে বলা হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্য করা হবে। সাধারণ মানুষের কাছে যাতে যথাযথ ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর রাখার কথাও বলা হয়েছে।
Be the first to comment