সিকিমে তাণ্ডব চালাচ্ছে তিস্তা, নিখোঁজ বহু সেনা জওয়ান

Spread the love

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। টানা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদ উপচে পড়ে। বিপুল পরিমাণ জল লোনক হ্রদ চুংথাম বাঁধ ভেঙে চলে আসে তিস্তা নদীতে। এর ফলে মুহূর্তে তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। জলের তলায় চলে গিয়েছে সেনার একাধিক গাড়ি। নিখোঁজ বহু সেনা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
টানা ব্ষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকার লোনক হ্রদে জল উপচে পড়ে। বিপুল পরিমাণ অতিরিক্ত জল তিস্তায় চলে আসার পর বিপত্তি শুরু হয়। দু’পাশ ছাপিয়ে পাহাড়ি সিকিমে ধ্বংসলীলা চালাতে থাকে তিস্তা। জলের তোড়ে সিংতামে সেনার একটি ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যাচ্ছে, অন্তত ২৩ জন সেনা জওয়ানের কোনও খোঁজ মিলছে না। ভেসে গিয়েছে ছাউনির প্রায় সমস্ত কিছুই। জলের তলায় চলে গিয়েছে সেনার গাড়ি-সহ গোটা ছাউনি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, সিংতামের কাছে বারদাংয়ে সেনা ছাউনিটি ছিল।
ইতিমধ্যেই তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। ততপরতার সঙ্গে বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের অন্যত্র সরানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*