পাহাড় ও সমতলের নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

Spread the love

রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পাহাড়ের জিটিএ নির্বাচনের তৃণমূল কংগ্রেসের ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবার জিটিএ নির্বাচনে প্রার্থী হচ্ছেন পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং।

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ইতিমধ্যেই অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৪৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে। সমতলে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ৯টি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়।

পঞ্চায়েত জন্য ৬০টি আসন, গ্রাম পঞ্চায়েতের জন্য ৬৪২টি আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রত্যেকটি আসনেই প্রার্থী বাছাই হয়ে গিয়েছে বলে জানান অরূপ বিশ্বাস। শিলিগুড়ির দার্জিলিং জেলা তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান অরূপ বিশ্বাস। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পাহাড়ের শান্তা ছেত্রী, এল বি রাই, সমতলের পাপিয়া ঘোষ, গৌতম দেব, প্রমুখ।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ‘‌বিরোধীরা এখানে শুধু কুৎসা করে।  এবারের লড়াইটা উন্নয়ন বনাম কুৎসার লড়াই।  এখানকার প্রত্যেক মানুষই উন্নয়ন চান। মানুষ আস্থা রাখেন, উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারবে না। তাই নির্বাচনে মানুষ আমাদের পাশে থাকবেন বলেই আশা রাখি।’‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*