রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচন। রবিবার সকাল থেকেই উৎসবের মেজাজে পাহাড়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজ ভোট রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ রাজ্যের ৬ পুরসভার ৬ ওয়ার্ডেও। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদে এবার মোট ভোটার সংখ্যা ৫লক্ষ ২৭ হাজার ৯৩৮জন। তার মধ্যে মহিলা ভোটার রয়েছে ২লক্ষ ৬৪হাজার ৪৬৭জন ও পুরুষ ভোটার রয়েছে ২লক্ষ ৬৩হাজার ৪৬৮জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৩জন ভোটার রয়েছে। এই নির্বাচনে ৩৮২টি ভোটকেন্দ্রে থাকছে ৬৫৭টি বুথ। যার মধ্যে ১০৩টি অক্সিলারি বুথ রয়েছে। মোট ৫৩৭টি আসনে নির্বাচন হচ্ছে। যার মধ্যে ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন, ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসন ও মহকুমা পরিষদের ৯টি আসন ।
মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে সব জায়গায়। কেবল শিলিগুড়ির কাওয়াখালী ৩৬ নং বুথে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। সেখানে নির্দল সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ বাধে। বচসা এবং হাতাহাতিতে মাথা ফেটেছে নির্দল সমর্থকদের। গুরুতর জখম বেশ কয়েকজন। এলাকায় মোতায়েন বিশাল পুলিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। তাই ছাতা মাথায় নিয়েই ভোট দিতে যাচ্ছেন সকলে। আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯৮৮ সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হলে সাংবিধানিক তথা ভৌগোলিক বাধ্যবাধকতার কারণেই ১৯৮৯ সালে দেশের একমাত্র শিলিগুড়ি মহকুমা পরিষদটি গঠিত হয়।
১৯৮৯ থেকে ২০২০ পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদের শাসন ক্ষমতা ছিল বামফ্রন্টের হাতে। বর্তমানে রাজ্যে এবং শিলিগুড়ি পুরনিগমে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মরিয়া এবার শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে। সবকিছু ঠিকঠাক থাকলে শিলিগুড়ি পুরো নিগমের পর এবার প্রথমবার শিলিগুড়ি মহকুমা পরিষদও তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে।
শুধুমাত্র পাহাড় বা শিলিগুড়ি নয়, নির্বাচন রয়েছে রাজ্যের ৬ পুর ওয়ার্ডেও। এর মধ্যে স্বাভাবিকভাবেই সকলের নজরে রয়েছে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড এবং পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে কারণ, পুরভোটে জেতার পরই দুই ওয়ার্ডের জনপ্রতিনিধিকেই খুন করা হয়। এছাড়া দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন রয়েছে আজ।
Be the first to comment