ইমন চক্রবর্তীর গান এবার অস্কারে!

Spread the love

রোজদিন ডেস্ক :-  এই প্রথম বাংলা গান অস্কারে! ইতি মা গানটি গেয়ে ইমন চক্রবর্তী এইবার বাংলা থেকে অস্কারে! বাংলা গানকে অস্কারে নিয়ে যাওয়ার জন্য বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গান ও গায়িকী অতুলনীয়। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেল ইমন চক্রবর্তী।

শোনা যাচ্ছে, এবারের অস্কার মঞ্চে সেরা গানের তালিকায় ৮৯টি গান উঠেছে এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। গত বছরের মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল অস্কার তালিকায় ঠিকই কিন্তু তার মধ্যেই বাংলার গান যেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতো জ্বলছে।

ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ ছবির গান হলো ‘ইতি মা’ গানটি। এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পায় ১৪ নভেম্বর। তার পরেই এল এত বড় গর্ব করার মতো সুখবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*