পিয়ালি আচার্য,
ক্যামেরা- মৈনাক সাউ,
সূর্যের চোখ রাঙানি চলছে। প্রখর দাবদাহে মানুষের প্রাণান্তকর অবস্থা। প্রচন্ড গরমে ঘামাচি, ফোঁড়া,দাদ সহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। শুধু বড়রাই নয়, ছোটদেরও এই গরমে কাহিল অবস্থা। ত্বকের নানা ধরনের অসুখ দেখা যাচ্ছে ছোটদেরও। কিভাবে এই রোগগুলির মোকাবিলা করা যায়, সর্বোপরি গরমে কিভাবে ভালো থাকা যায় তা জানাচ্ছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা: সঞ্জয় ঘোষ।
শুনুন কী বলছেন তিনি?
Be the first to comment