চাকরির দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা, পুলিসের সঙ্গে শুরু ধস্তাধস্তি

Spread the love

এসএলএসটি নবম থেকে একাদশে শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল লেকটাউন কালিন্দী এলাকা। বিক্ষোভকারীদের লেকটাউনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিস তাঁদের আটকে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ। পুলিসের বাধা পেয়ে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়েন। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিস তাঁদের আটক করে।

চাকরির দাবিতে এই তরুণতরুণীরা দীর্ঘদিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন। তাতেও সরকার তাঁদের দাবি নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ। ২০১৯ সালে এই চাকরিপ্রার্থীরা প্রায় এক মাস ধরে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশন অবস্থান চালিয়েছেন। একদিন আচমকাই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে অবস্থানস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁদের চাকরির আশ্বাস দেন। সরকারের সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী তাঁদের মধ্য থেকেই পাঁচজনের একটি কমিটি গড়ে দেন। অভিযোগ ওঠে, ওই কমিটির অনেকেরই পরে চাকরি হয়ে গিয়েছে।

এখনও সরকার তাঁদের বিষয়ে নীরব বলেই বুধবার চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবি না মানা হলে আগামিদিনে আরও বড় আন্দোলন হবে। গত কয়েক মাস ধরে চাকরির দাবিতে বিধাননগর প্রায় রোজই উত্তাল হচ্ছে। এর আগেও শিক্ষক চাকরিপ্রার্থীরা ব্রাত্য বসুর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখনও তাঁদের পুলিস আটকে দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*