ভোটের ফল ঘোষণার পরেই আততায়ীদের হাতে খুন হয়েছেন বারাউলিয়া গ্রামের প্রাক্তন প্রধান সুরেন্দ্র সিং। খবর পেয়ে এ দিন দুপুরেই অমেঠী এসে পৌঁছন স্মৃতি ইরানি। গিয়ে দেখা করেন সুরেন্দ্রর পরিবারের সঙ্গে। তারপরেই দেখা গেল সুরেন্দ্রর মরদেহে কাঁধ দিলেন স্মৃতি। নিজে কাঁধে করেই ছায়াসঙ্গীর মরদেহ নিয়ে গিয়ে তুললেন শববাহী গাড়িতে। সেইসঙ্গে জানালেন, সুরেন্দ্রর পরিবারের সব দায়িত্ব তাঁর।
উল্লেখ্য, শনিবার ভোররাতে নিজের বাড়ির বাইরেই গুলি করা হয় সুরেন্দ্রকে। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে লখনৌতে নিয়ে যেতে বলা হয়। রাস্তাতেই মারা যান সুরেন্দ্র। এই খুনের পর সুরেন্দ্রর পরিবার কংগ্রেসের উপর আঙুল তুলেছে।
দেখুন ভিডিও-
Be the first to comment