ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ অনুষ্ঠান সোমবার কার্যত হয়ে দাঁড়াল মোদি স্তুতির মঞ্চ। এদিন হাওড়া থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। পরিস্কার বাংলা এবং হিন্দি মেশানো তাঁর ভাষণের সিংহভাগ জুড়েই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনা। তুলনায় কম ছিল মেট্রো রেলের কথা। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাংলাকে কতটা সাহায্য করেছে তার বিস্তারিত তথ্য দেন।
অনুষ্ঠানে স্মৃতি বলেন, বাংলার ৭২ লক্ষ মহিলা কেন্দ্রীয় নারী উন্নয়ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাংলার মা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার ৮ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে। তাঁর দাবি, বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে অত্যন্ত পছন্দ করেন। গল্পের ছলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এখানে আসার পথে এক মহিলা তাঁর শিশু সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বাচ্চাটি আমার গাড়িতে বার বার হাত দিচ্ছিল। আমি গাড়ি থেকে নেমে ওই মহিলার কাছে জানতে চাইলাম আপনি আমার গাড়ি থামালেন কেন? মহিলা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি নমস্কার জানাতে চাই। আপনি আমার প্রণামের কথা তাঁকে জানিয়ে দেবেন। স্মৃতি বলেন, এর থেকেই বোঝা যায় বাংলার মহিলারাও প্রধানমন্ত্রীকে কতটা পছন্দ করেন।
এদিনের অনুষ্ঠান ঘিরে বিতর্কও কম হয়নি। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সহ শাসক দলের কোনও মন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়নি। রবিবার রাতে মেট্রো রেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, পুরমন্ত্রী-সহ শাসকদলের কয়েকজন সাংসদ ও বিধায়কের বাড়ির ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়। তাতেই অত্যন্ত ক্ষুব্ধ হয় শাসকদল। তাঁরা এদিনের অনুষ্ঠান বয়কট করেন। সকালেই পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, এটা এক ধরনের অসভ্যতা। আমাদের অপমান মানেই বাংলার মানুষকে অপমান। আমরা আজকের অনুষ্ঠানে যাচ্ছি না। এদিনই দুপুরে মুখ্যমন্ত্রী চারদিনের সফরে উত্তরবঙ্গে চলে গিয়েছেন।
Be the first to comment