হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে আচমকাই পেটে ব্যথা ও বমি হয় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের। তারপরেই দেরি না করে বাড়ির পরিজনেরা তাঁকে দ্রুত উডল্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের।
ভারত-ইংল্যান্ড টেস্টের জন্য বর্তমানে সস্ত্রীক লন্ডনেই রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উদ্বিগ্ন সৌরভ তাই লন্ডন থেকেই ফোন করে দাদার খোঁজখবর নিচ্ছেন।
তবে চিকিৎসকেরা মনে করছেন, অ্যাসিডিটি থেকেই স্নেহাশিসের এই অসুস্থতা। তবে আপাতত সুস্থই আছেন সিএবি সচিব। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে। কিছু দিন আগেই সৌরভের মতো স্নেহাশিসের বুকেও স্টেইন্ট বসেছিল, তাই বেশ কিছু শারীরিক পরীক্ষার প্রয়োজন রয়েছে, সে জন্যই স্নেহাশিসকে আপাতত হাসপাতালে রাখা হবে।
হাসপাতাল সূত্রে খবর, এখন স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন হজমজনিত সমস্যার জন্য অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস। শুক্রবার রাতে হাসপাতালে ভর্তির সময় পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ছিলেন সৌরভ-কন্যা সানাও। রাতে হাসপাতালেই ছিলেন সকলে। সিএবি সচিব স্নেহাশিসের এই অসুস্থতার খবরে বাংলার ক্রীড়া প্রশাসক মহলেও দুশ্চিন্তা ছড়িয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে অনুপস্থিত থাকায় তাঁর দুই বন্ধু জয়দীপ ও সঞ্জয় দাসকে হাসপাতালে যেতে বলেন। সূত্রের খবর, প্রতি মুহূর্তেই ফোনে খোঁজখবর নিয়ে চলেছেন মহারাজ। চিকিৎসকদের তরফে বলা হয়েছে আপাতত আশঙ্কার কিছু নেই।
Be the first to comment