চাকরি করে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সঠিক শিক্ষার প্রয়োজন, মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। পাশাপাশি তাঁর ধারণা, শিক্ষার ক্ষেত্রে প্রতিটি পড়ুয়ার একটা দিশা থাকা অত্যন্ত জরুরি। আর সেটার অভাব হলে পরীক্ষায় পাশ করেও চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
শনিবার শিক্ষা সংক্রান্ত এক অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব বলেন, এবার মাধ্যমিকে ১২ লক্ষ ছাত্রছাত্রী পাশ করেছে। শতাংশের হিসেবে ৮৬। ওরা সবাই শিক্ষিত বেকার হয়ে গেল। এর পর ওরা উচ্চমাধ্যমিক দেবে, গ্র্যাজুয়েশন দেবে, মাস্টার্স দেবে। তিনি বলেন, রোজ আমার সঙ্গে যদি দশ জন দেখা করতে আসেন তার মধ্যে পাঁচ জনই চাকরি চান। এত ছেলে তৈরি হচ্ছে প্রতি দিন, কিন্তু ওরা ঘুরে বেড়াচ্ছে। শুধু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না। শুধু এমএ পাশ করে মিলছে না চাকরি।
বিরোধী নেতারা মন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়ে কটাক্ষ করে বলেন, ‘ওই মন্ত্রীর চাকরি থাকলে হয়’। কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, এ বার মন্ত্রীর চাকরি থাকবে না। বিজেপির সুকান্ত মজুমদার বলেন, মন্ত্রীর কথাতেই রাজ্যে চাকরির আসল ছবিটা সামনে চলে এসেছে।
Be the first to comment