কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্লাড ক্যান্সারে আক্রান্ত চাকরিপ্রার্থী সোমা দাসের চাকরির সুপারিশ করল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষা দফতরের তরফে স্কুল সার্ভিস কমিশনের কাছে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফে একটি পদ তৈরি করে সোমা দাসের চাকুরির সুপারিশ করা হয়। ইতিমধ্যে সোমা দাস এসএসসি অফিস থেকে তাঁর সুপারিশপত্র সংগ্রহ করেছেন। নলহাটিতে তাঁর বাড়ির কাছেই মধুরা হাই স্কুলে চাকরি পেলেন সোমা দাস। মহামান্য আদালত, শিক্ষা দফতর ও এসএসসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন সোমা। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস ব্লাড ক্যানসারে আক্রান্ত। তা সত্ত্বেও চাকরির দাবিতে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে এই চাকরিপ্রার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরে অবস্থান আন্দোলন করছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত সেই খবর নজরে আসে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওই তরুণীকে ডেকে পাঠিয়ে বিচারপতি অন্য চাকরির প্রস্তাব দেন।
কিন্তু সোমা তা ফিরিয়ে দিয়ে বলেন, আমি শিক্ষিকার চাকরিই করতে চাই। পরে তিনি বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আমাদের মনে আশা জাগিয়েছেন। আমরা লড়াই চালিয়ে যাব। শিক্ষক পদের জন্যই আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। তাই শিক্ষকতাই করতে চাই। নিজে অন্য চাকরি নিয়ে এই আন্দোলন থেকে সরে যাব না।
Be the first to comment