প্রিয়রঞ্জন দাশমুন্সির ৭৩ তম জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সোমেন মিত্র; পড়ুন!

Spread the love
প্রিয়রঞ্জন দাশমুন্সি হলেন ভারতের চতুর্দশ লোকসভার একজন অন্যতম সদস্য। ইনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে ২০০৪ সালে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। ১৯৪৫ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। এদিন তাঁর ৭৩ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, নিজেকে নেতা ভাবা আর নেতা হয়ে ওঠা, এ দুটো এক জিনিস নয়। সোজাকথায় ‘নেতা হওয়া নয় মুখের কথা’। নেতা হন তিনিই যিনি মানুষের মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে সেখানে বাজতে থাকা রাগরাগিনীর মুর্ছনায় নিজেকে জারিত করতে পারেন। নেতা তিনিই হন যিনি নিজের চোখের জল আড়ালে রেখে কর্মী তথা মানুষের চোখের জল মোছাতে পারেন।
প্রিয়রঞ্জন দাসমুন্সি সেই সকল বিরল মানুষদের একজন, যিনি মানুষের অন্তরে নিজেকে রোপন করতে পেরেছিলেন। মানুষের হৃদয়ের মূর্ছনায় নিজেকে জারিত করতে পেরেছিলেন। নিজের চোখের জল আড়াল করে মানুষের চোখের জল মোছাতে প্রানপাত করতে পেরেছিলেন। প্রিয়রঞ্জন দাসমুন্সি ছিলেন এ বাংলার রাজনীতির ইতিহাসে এক বিরল ব্যাক্তিত্ব, এক চলমান নেতৃত্ব।
ভারতবর্ষের এক রাজনৈতিক যুগ সন্ধিক্ষণে ছাত্র ও যুব আন্দোলনে এক নতুন ধারার প্রবর্তক, ছাত্র এবং যুব আন্দোলনের অবিসম্বাদিত নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্মদিনে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি।
জন্মঃ ১৩ নভেম্বর – ২০ নভেম্বর ১৯১৭
তিনি
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*