বেআইনিভাবে টিকা সরিয়ে টিকাকরণের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মিঠুন মণ্ডল। টিকাকরণের সঙ্গে যুক্ত ওই যুবক ভ্যাকসিনের ভায়াল সরিয়ে রেখে পরে টাকার বিনিময়ে টিকা দিতেন তিনি।
এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বেশ কয়েক দিন ধরে বেআইনি টিকাকরণ চালাচ্ছিলেন মিঠুন। বেআইনিভাবে ৩০-৪০ জনকে টিকা দিয়েছেন তিনি। সোনারপুরের ১১ নম্বর ওয়ার্ডের টিকাকরণ কেন্দ্রের কো-অর্ডিনেটর ছিলেন ওই যুবক। সেখানেই রোজ টিকাকরণ শেষে ভায়ালে থাকা অতিরিক্ত টিকা সরিয়ে রাখতেন তিনি। তার পর কখনো শিবির করে, কখনও বাড়ি বাড়ি গিয়ে সেই টিকা দিতেন মিঠুন। টিকাকরণের জন্য ৩০০ – ৭০০ টাকা পর্যন্ত নিতেন বলে অভিযোগ।
কিন্তু বেআইনি ভাবে টিকা নেওয়ায় কারও কাছেই আসত না SMS. সম্প্রতি সন্দেহ হওয়ায় সোনারপুর থানার দ্বারস্থ হন কয়েকজন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গোসাবার বাসিন্দা মিঠুন দীর্ঘদিন ধরে সুভাষগ্রামে থাকেন। একজন এজেন্টের মাধ্যমে এই কারবার চালাচ্ছিলেন তিনি। মিঠুনকে গ্রেফতার করার পর তাঁর এজেন্টের খোঁজে নেমেছে পুলিশ। যে টিকা তিনি দিয়েছিলেন তা আসল কি না, ও তা সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছিল কি না তা জানতে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।
Be the first to comment