হাসপাতাল থেকে ছাড়া পেলেও আগামিকাল বৃহস্পতিবার ইডি দফতরে যেতে পারবেন না সোনিয়া গান্ধী ৷ বুধবার ইডিকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী ৷ তিনি ইডির কাছে আরও কয়েক সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন ৷ সোনিয়া জানিয়েছেন, স্বাস্থ্যজনিত কারণে তিনি হাজিরা দিতে পারবেন না ৷ তাই তাঁকে আরও কিছুদিন সময় দেওয়া হোক ৷
ন্যাশনাল হেরাল্ডের আর্থিক অসঙ্গতি মামলায় সপুত্র সোনিয়াকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই মামলাতে গত সপ্তাহে তিনদিন এবং চলতি সপ্তাহে সোম ও মঙ্গলবার ইডি অফিসে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী। জিজ্ঞাসাবাদের দিনগুলিতে গড়ে আট-নয় ঘণ্টা ইডি অফিসে কাটিয়েছেন রাহুল ৷ কংগ্রেস সূত্রে খবর, সোনিয়াকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেলেও সোনিয়া এখনও দূর্বল ৷ জিজ্ঞাসাবাদের জন্য দীর্ঘক্ষণ তিনি ইডির অফিসারদের মুখোমুখি বসে থাকতে হয়তো পারবেন না ৷ তাই আর একটু সুস্থ হয়ে ইডি দফতরে যেতে চাইছেন ৷ ১২ জুন সোনিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁর নাক দিয়ে ক্রমাগত রক্তক্ষরণ হয় ৷ সঙ্গে সঙ্গে চিকিৎসাও শুরু হয় ৷ তার আগেই তাঁর করোনাও ধরা পড়েছিল ৷ চিকিৎসা চলাকালীন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ছত্রাক সংক্রমণ দেখা দেয় ৷ সোমবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান ৷
তবে এর অর্থ এটা নয় যে সোনিয়া ইডি-র তলব এড়িয়ে যেতে চাইছেন ৷ রাহুলের মতো তিনিও ইডির মুখোমুখি হতে চান ৷ কংগ্রেসও চাইছে সোনিয়া দ্রুত সুস্থ হয়ে ইডির মুখোমুখি হোন ৷ তাহলে রাহুলের মতো দলনেত্রীর বেলাতেও ইডি-জিজ্ঞাসাবাদের বিরোধিতায় দলের কর্মী-নেতারা প্রতিবাদে আবার ঝাঁপিয়ে পড়বে ৷ তাতে চাঙ্গা হবে দল ৷ কর্মীরা আরও চনমনে হয়ে উঠবেন ৷ সর্বোপরি কংগ্রেসের আন্দোলনমুখী ইমেজ ফিরে এসেছে ৷ অতীতে নানা ইস্যুতে কংগ্রেসকে সেভাবে রাস্তায় নেমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় না বলে অভিযোগ বিজেপি বিরোধী দলগুলির ৷ তাদের আন্দোলন টুইটার-ফেসবুকে সীমাবদ্ধ থাকে বলে অভিযোগ ৷ তবে রাহুলের বেলায় দেশজুড়ে কংগ্রেস যেভাবে প্রতিবাদ দেখিয়েছে তাতে আশায় বুক বেঁধেছেন কর্মীরা ৷
Be the first to comment