পাশে আছি, আন্দোলন শান্তিপূর্ণ হোক, হাসপাতাল থেকে বার্তা সোনিয়ার

Spread the love

হাসপাতাল থেকেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অগ্নিপথ আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেন। আন্দোলনকারীদের উদ্দেশে শনিবার এক চিঠিতে অসুস্থ সোনিয়া লেখেন, অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে আপনারা যে আন্দোলন করছেন, জাতীয় কংগ্রেস তার পাশে সবসময় আছে। আপনাদের দাবি সরকারের কানে পৌঁছে দেওয়ার ব্যাপারে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি হিংসা দূরে রেখে শান্তিপূর্ণভাবে অহিংস মতে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন।

ওই চিঠিতে সোনিয়া আরও লেখেন, আপনারা সেনাবাহিনীতে কাজ করার জন্য সকলেই উৎসাহী। কিন্তু গত ৩ বছর ধরে সেনাবাহিনীতে কোনও নিয়োগ হয়নি। প্রায় এক লক্ষ পদ এই মুহূর্তে সেনাবাহিনীতে খালি রয়েছে। বায়ুসেনায় নিয়োগের জন্য পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার ফল বেরোয়নি। হাজার হাজার যুবক নিয়োগের জন্য অপেক্ষা করছেন। এইসব যুবকের পাশে থেকে কংগ্রেস সহানুভূতি জানাচ্ছে।

সোনিয়ার বক্তব্য, আমার দুঃখ এইখানে যে, আপনাদের নিয়োগের ব্যাপারে কোনও কথা কানে না তুলেই সরকার অগ্নিপথের মতো নতুন প্রকল্প ঘোষণা করে দিল। চিঠিতে তাঁর অভিযোগ, আসলে সরকার দিশাহীনতায় ভুগছে। এ ব্যাপারে সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কোনও আগাম আলোচনাও করেনি। আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন কংগ্রেস পাশে থাকবে।

কংগ্রেস সভানেত্রীর এই চিঠির কথা টুইটের মাধ্যমে জানিয়েছেন এআইসিসির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সম্প্রতি রণদীপ সিং সুরজেওয়ালাকে সরিয়ে এআইসিসি এই সেলের দায়িত্ব দিয়েছে জয়রামকে। পাশাপাশি শনিবারই কমিউনিকেশন সেলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে পবন খেরাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*