সোনিয়ার শ্বাসনালীতে সংক্রমণ, কোভিড পরবর্তী নানা উপসর্গে ভুগছেন কংগ্রেস সভানেত্রী

Spread the love

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন বিকেলে তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই তাঁর নাক দিয়ে ক্রমাগত রক্ত পড়তে থাকে। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু হয়েছে। বৃহস্পতিবার তাঁর একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে। কংগ্রেস সভানেত্রীর এই অসুস্থতার খবর জানিয়ে শুক্রবার প্রেস বিবৃতি দিয়েছেন জয়রাম রমেশ।

রণদীপ সিং সুরজেওয়ালাকে সরিয়ে বৃহস্পতিবারই এআইসিসি জয়রাম রমেশকে মিডিয়া ইনচার্জ নিযুক্ত করেছে। তারপরই জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত জয়রাম এদিন প্রথম প্রেস বিবৃতি দিলেন। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে রাহুল গান্ধী শুক্রবার ইডি দফতরে হাজিরা দেননি। বৃহস্পতিবার ইডিকে মেল করে তিনি বিষয়টি জানান। তিনি ২০ তারিখ হাজিরা দিতে পারেন বলে ইমেলে জানিয়েছেন। সেইমতো ইডি তাঁকে ২০ জুন ফের তলব করেছে।

Smt Sonia Gandhi underwent a surgery after a complication in respiratory tract, while her treatment for Covid infection. Wishing her a speedy recovery and a long and healthy life.

Posted by Priyanka Gandhi on Thursday, June 16, 2022

গত সোমবার থেকে টানা তিনদিন ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয়ের অভিযোগে রাহুলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তিনদিনে প্রায় ৩০ ঘণ্টা বিভিন্ন নথি দেখিয়ে রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর লিখিত বয়ানও নেওয়া হয়। ইডির দাবি, লিখিত বয়ান মাঝেমধ্যেই রাহুল বদল করছেন বলে সময় লাগছে। কাজেই টানা ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের যে খবর সংবাদমাধ্যমে আসছে, তা ঠিক নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*