‘ও আমাদের স্নেহেরই পাত্র’, শুভ্রাংশুর নাম শুনে আবেগঘন সৌগত রায়

Spread the love

বিজেপি বিধায়ক মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। এবার সেই জল্পনা আরও খানিক উস্কে দিল শুভ্রাংশুর প্রতি তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়ে ‘স্নেহশীল’ মনোভাব। যদিও কোথাও যাতে কোনও ‘অকারণ’ বিতর্ক দানা না বাঁধে সে দিকেও সতর্ক সৌগত জানিয়েছেন, “এই স্নেহ আর দলে ফেরার ব্যাপারটা কিন্তু এক নয়।”

ঘটনার সূত্রপাত শনিবার। শুভ্রাংশু রায় এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। যেখানে মুকুল-পুত্র লেখেন, ‘জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্ম সমালোচনা করা বেশি প্রয়োজন।’ মুহূর্তে এই লেখা ঘিরে ছড়িয়ে পড়ে তাঁর ‘ঘর ওয়াপসি’র জল্পনা। গুঞ্জন ওঠে, তবে কি শুভ্রাংশু আবারও তৃণমূলমুখী।

রবিবার এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়কে প্রশ্ন করা হলে বর্ষীয়ান সাংসদ বলেন, “ও তো এক সময় আমাদের দলেই ছিল। ওর খুব খারাপ লেগেছে হয়ত। মাঝে মধ্যে ও দলের বিরুদ্ধে বলেছে। তবে ভাল, ওর একটা শুভবুদ্ধি জেগেছে।”

শুভ্রাংশুকে নিয়ে সৌগত রায়ের এ হেন মন্তব্যের জেরে সাংবাদিকরা তাঁকে পাল্টা প্রশ্ন করেন, তা হলে তিনি শুভ্রাংশুকে নিয়ে স্নেহশীল? প্রশ্নের জবাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য সৌগত রায়ের, “ও আমাদের স্নেহেরই পাত্র। কত ছোট। ওর বাবা-ই আমাদের ছোট।” তবে এর বেশি ‘জল্পনা’ এগোতে চাননি সৌগত রায়। বলেন, “স্নেহ আর দলে ফেরার ব্যাপারটা এক নয়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*