অধিকারী পরিবারে আবার জুটল জেড ক্যাটেগরির নিরাপত্তা। এমনিতেই তা পাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাতে যুক্ত হল তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। একুশের নির্বাচনের আগে দাদা শুভেন্দুর হাত ধরেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। কারণ তাঁরও দমবন্ধ হয়ে যাচ্ছিল। সেফ হোম হিসাবে তাই বিজেপিকেই বেছে নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল সৌমেন্দু অধিকারীকে জেড ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে।
সূত্রের খবর, ইদানিং সৌমেন্দুর নামে নানা তদন্ত শুরু করেছে নবান্ন। তাছাড়া ত্রিপল চুরির ঘটনায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে কাঁথি থানায়। এখন বিজেপিতে সেভাবে কোনও বিশেষ পদ পাননি সৌমেন্দু। তবে এবার পাবেন বলে সূত্রের খবর। তার আগে এই জেড ক্যাটেগরির সিআরপিএফ নিরাপত্তা সেই ইঙ্গিতই বহন করছে। রাজ্যের প্রশাসন যাতে সৌমেন্দুর টিকি ছুঁতে না পারে তাই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। এই নিয়ে নয়াদিল্লিতে দরবার করেছিলেন দাদা শুভেন্দু অধিকারী।
এদিন সৌমেন্দুর পাশাপাশি ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজকে। তাঁকেও বিশেষ কিছু দেওযা হবে বলে মনে করা হচ্ছে। বাংলায় একুশের নির্বাচনে হেরে গিয়ে সংগঠন বাড়াতে চাইছে বিজেপি। তাই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক কুশীলবরা। সামনে উপনির্বাচন আছে। সব ঠিক থাকলে তা হবে সেপ্টেম্বর মাসে। তাই সেখানে যাতে ভাল ফল করা যায় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হল। এখন রাজ্যপাল জগদীর ধনখড় নয়াদিল্লিতে। ঠিক তখনই এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment