বুধবার দুপুরেই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর উপর অভিমান করে দলের যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। শুধু তাই নয় ফেসবুক লাইভে এসে রীতিমতো ক্ষোভ উগরে দেন শুভেন্দুর বিরুদ্ধে। আর সন্ধ্যা হতেই বরফ গললো। কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি।
ফের একবার ফেসবুক পোস্টে জানালেন তিনি যুব মোর্চার সভাপতি পদেই থাকছেন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে সৌমিত্র খাঁর এই অবস্থান বদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে স্বয়ং এই ইস্তফার বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে হয়। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতা বিএল সন্তোষ ও যুব নেতা তেজস্বী সূর্যও সৌমিত্র খাঁয়ের সঙ্গে কথা বলেছেন। আর তারপরই নিজের সিদ্ধান্ত বদলানোর সিদ্ধান্ত নেন সৌমিত্র।
Be the first to comment