
রোজদিন ডেস্ক, কলকাতা:- মহারাজের বলিউডে পদার্পণ। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ পুলিশের ভূমিকায় দাদা। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সোমবার, ১৭ মার্চ নেটফ্লিক্স-এর প্রকাশিত এক প্রোমোশনাল ভিডিওতে এই খবরে শিলমোহর পড়েছে। সিরিজটি পরিচালনা করেছেন দেবাত্ম মণ্ডল ও তুষার কান্তি রায়।
এই ক্রাইম থ্রিলার সিরিজটি ২০ মার্চ থেকে নেটফ্লিক্স-এ মুক্তি পাবে। মুক্তির কথা ঘোষণা নেটফ্লিক্স ইনস্টাগ্রামের একটি পোস্টে লেখা হয়েছে “দ্য বেঙ্গল টাইগার মিটস দ্য বেঙ্গল চ্যাপ্টার! ২০ মার্চ থেকে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ শুধুমাত্র নেটফ্লিক্স-এ দেখুন!”
ভিডিওর শুরুতে পরিচালক সৌরভ গাঙ্গুলিকে একজন সৎ ও সাহসী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার জন্য অনুরোধ করেন। এরপর দেখা যায়, দাদা পুলিশের চরিত্রে অভিনয় করছেন, যেখানে তিনি তাঁর আগ্রাসী মেজাজে রয়েছে। মজার বিষয়, একটি দৃশ্যে একজন অপরাধীকে শাস্তি দিতে বলা হলে সৌরভ তাঁর ক্রিকেট স্ট্রোকের রেফারেন্স দেন, যা ভিডিওতে রসিকতার ছোঁয়া এনে দিয়েছে।
সিরিজ সম্পর্কে সৌরভ গাঙ্গুলি বলেন, “খাকি ফ্র্যাঞ্চাইজি নিঃসন্দেহে আমার অন্যতম প্রিয়। অভিনয়ের অভিজ্ঞতা একেবারে নতুন হলেও, এই সিরিজের অংশ হতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত।”
এই সিরিজটি প্রথম হিন্দি শো, যা একসঙ্গে হিন্দি ও বাংলা ভাষায় মুক্তি পাবে।
এটি নীরাজ পান্ডে নির্মিত জনপ্রিয় সিরিজ ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর সিক্যুয়েল। সিরিজের গল্পের পটভূমি কলকাতা, যেখানে ২০০২ সালের এক পুলিশ অফিসারের মৃত্যু ঘিরে কাহিনী আবর্তিত হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করছেন জিৎ মদনানি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিত্রাঙ্গদা সিং।
এই সিরিজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, পূজা চোপড়া, আকাঙ্ক্ষা সিং, মিমোহ চক্রবর্তী, শ্রদ্ধা দাস।
Be the first to comment