দক্ষিন দিনাজপুর
রেকর্ড গরম পড়তেই গ্রীষ্মের তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে ডাবের বিক্রি বেড়েছে। প্রতিনিয়ত গরম বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে সমাজ জীবনেও। তীব্র দাবদাহের ফলে স্বাভাবিকভাবেই তৃষ্ণার্ত হয়ে পড়ছেন দক্ষিন দিনাজপুর জেলার নানান এলাকার পথচারী থেকে শুরু করে অনেকেই। তাই প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন রকম পানীয় থাকলেও ডাবের জলের জুড়ি মেলা ভার।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে দাম চড়া হলেও ডাব কিনতেও দেখা যায় অনেককেই। এক একটি ডাব বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা করে। জেলার গঙ্গারামপুরে ডাব বিক্রেতা পিন্টু সরকার জানান, গরম পড়তেই ডাবের চাহিদা বেড়ে যায়। এখন সেভাবে আগের মত ডাব পাওয়া যায় না। তাই তাদের অনেকটা বেশি দাম দিয়েই ডাব কিনে আনতে হয়।
এদিন এক ডাব তারা ৪০-৫০ টাকা করে বিক্রি করলেও গরম যত বাড়বে ডাবের চাহিদাও সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে বলে বিক্রেতা জানান। তবে দাবদাহ আর সূর্যের কঠিন তাপ থেকে মুক্তি পেতে রাস্তার ধারে ডাবের জল পান করে যারপরনাই তেষ্টা মেটাচ্ছেন আবালবৃদ্ধবনিতা।
Be the first to comment