রোজদিন ডেস্ক :-
ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট-এর প্রথম দিনে অষ্টম উইকেটে নেমে বাউন্ডারির ঝড় তুললেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টিম সাউদি। তিনি ৫টি চার এবং ৪টি ছয় মারেন। সেই সময় নিউজিল্যান্ড ৭ উইকেটে ছিল ২৩৩।দ্রুততার সঙ্গে পার্টনারশিপে তোলেন ১১২ রান। তার মধ্যে মধ্যাহ্নভোজের আগে শেষ চার ওভারেই ওঠে ৫৮। রবীন্দ্র এই ইনিংসে টেস্ট ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত তিনি করেছেন ১৩৪ রান। আর, সাউদি ৫০ বলে তোলেন ৪৯ রান। তিনি শেষ পর্যন্ত ৭৩ বলে ৬৫ রান করে আউট হন।
মধ্যাহ্নভোজের পর সাউদি ৫৭ বলে টেস্ট ক্রিকেটে তাঁর ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন। আর, তারপরই টেস্ট ক্রিকেটে ১০৪ টেস্ট-এ শেওয়াগের ৯১টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙেন। মহম্মদ সিরাজ রীতিমতো লাইন ও লেংথ মেনেই বল করেছিলেন। কিন্তু, কিউই টেলএন্ডার ব্যাটার সেই বলকেই ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিচারে সাউদির ঠিক পরেই আছেন রোহিত শর্মা। তিনি ৬২টি টেস্ট ম্যাচে ৮৭টি ছক্কা হাঁকিয়েছেন।
এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয়েছিল ৩ উইকেটে ১৮০ রান দিয়ে। শেষ পর্যন্ত রচিন রবীন্দ্রের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে তাদের রান ৭ উইকেটে ৩৪৫-এ পৌঁছে যায়। বাঁ-হাতি রবীন্দ্রর আত্মীয়রা বেঙ্গালুরুতে থাকেন। আর, সেখানেই যেন জ্বলে উঠেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিউইদের এই ব্যাটার। স্পিনারদের তিনি দুর্দান্তফুটওয়ার্কে সামলান। জাদেজার বলে একটি দুর্দান্ত ছক্কার সাহায্যে ৯৪ রানে পৌঁছন। এরপর কভারের মধ্যে দিয়ে একটি ড্রাইভ মেরে পৌঁছে যান ৯৮ রানে।এদিন ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেছেন। মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা পিচে ঝড় তুলেছিলেন। গতি ও নির্ভুল নিশানায় করা সেই বোলিংয়ে রীতিমতো নাকাল হতে হয় কিউই ব্যাটারদের। প্রতিঘণ্টায় একটা করে উইকেট পড়ে। তার মধ্যেই কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট পেয়েছেন। সিরাজ পেয়েছেন দুটি উইকেট।
Be the first to comment