মার্কিন মুলুকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন শ্রীলেখা

Spread the love

৭৮ তম ভেনিস চলচ্চিত্র উৎসব এবং লস অ্যাঞ্জেলসে ভারতীয় চলচ্চিত্র উৎসবে আগেই প্রশংসা কুড়িয়েছিল তাঁর অভিনয় ৷ আদিত্য বিক্রম সেনগুপ্তের সর্বশেষ ছবিতে পারফরম্যান্সের জন্য পরবর্তীতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন তিনি ৷ তবে মনোনয়নেই আটকে রইল না অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সাফল্য ৷ ‘ওয়ানস আপন এ টাইম ইন ক্যালকাটা’-য় অভিনয়ের জন্য মার্কিন মুলুকে সেরা অভিনেত্রীর সম্মান ছিনিয়ে নিলেন বাঙালি অভিনেত্রী ৷ রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী নিজেই জানালেন সে কথা ৷

পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের কেরিয়ারের তৃতীয় এই ফিচার ছবিটি বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়োলেও সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়ে যাওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো না-হওয়ায় খেদ ছিল অভিনেত্রীর মনে ৷ সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন মুলুকে এই সম্মানপ্রাপ্তি নিঃসন্দেহে অভিনেত্রীর সেই খেদ কিছুটা কমাবে সন্দেহ নেই ৷ সেরা অভিনেত্রী হিসেবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে তাঁর সম্মানপ্রাপ্তির মুহূর্ত এবং স্মারকের ছবি এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শ্রীলেখা ৷ যদিও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন সশরীরে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী।

পরিচালক আদিত্য বিক্রমকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, “ওয়ানস আপন এ টাইম ইন ক্যালকাটা-র পুরো টিমকে ধন্যবাদ ৷ যারা ভালবেসেছেন এবং সমালোচনা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ ৷ এই পুরস্কারপ্রাপ্তির জন্য আমি আপনাদের কাছে ঋণী ৷” একইসঙ্গে অভিনেত্রী জানান, তিনি নিশ্চিত এই খবরে তাঁর বাবা-মা খুব খুশি হবেন ৷ সম্প্রতি শ্রীলেখা মিত্র পরিচালিত ‘এবং ছাদ’ সেরা পরিচালক এবং সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবির পুরস্কার জিতে নিয়েছে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বাংলা চলচ্চিত্র উৎসবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*