মালদ্বীপের বিমানবন্দরে বিশেষ জেট, সিঙ্গাপুর ওড়ার অপেক্ষায় গোতাবায়া

Spread the love

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জন্য বিশেষ বিমান নামল মালদ্বীপের বিমানবন্দরে। আর কয়েক মুহূর্তের মধ্যেই গোতাবায়া রাজাপক্ষে মালদ্বীপ ছেড়ে চলে যাবেন তাঁর দ্বিতীয় আশ্রয়স্থল সিঙ্গাপুরে। একটি বিশেষ প্রাইভেট জেট বিমান এখন গোতাবায়াকে নিয়ে ওড়ার প্রহর গুনছে। যদিও এখনও দেশের প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেননি তিনি। অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে মালদ্বীপ জার্নাল জানিয়েছে, রাতের সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ওঠেননি গোতাবায়া। তিনি মালদ্বীপ সরকারকে তাঁর জন্য একটি বিশেষ জেট বিমানের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন।

গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় এক যুবকের মৃত্যু হল। বুধবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন এই খবর পাওয়া মাত্রই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে রাজধানী কলম্বোয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস একের পর এক কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তাতে বেশ কয়েকজন জখম ও অসুস্থ হয়ে পড়েন। তাতেই ২৬ বছরের এক যুবক রাতে হাসপাতালে তীব্র শ্বাসকষ্টে মারা যান। তবে বৃহস্পতিবার সকালে কলম্বো মোটামুটি শান্তই রয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া যে ইস্তফা দেবেন বলেছিলেন, তা এখনও এসে পৌঁছয়নি। শ্রীলঙ্কাবাসী আপাতত তাঁর পদত্যাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

পার্লামেন্ট এলাকা শুনশান করছে। পুলিস ব্যারিকেড করে রাখায় কাউকে কাছাকাছি আসতে দেওয়া হচ্ছে না। যদিও জনমানুষ ওই চত্বরে যাচ্ছেও না। বিভিন্ন রাস্তায় সশস্ত্র পুলিস টহলদারি চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও মোতায়েন রয়েছে প্রচুর পুলিস। মোটের উপর এদিন সকাল থেকেই কলম্বোর জনজীবন স্বাভাবিক ছন্দে রয়েছে। রাস্তাঘাটে কিছু গাড়িও চলাচল করতে দেখা যাচ্ছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে মালদ্বীপ অত্যন্ত নিরাপদ আশ্রয় মনে হলেও সেখানেও বিক্ষোভ দেখা দেওয়ায় তিনি সিঙ্গাপুর চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও মালদ্বীপের শাসক দল এমডিপি’র সঙ্গে শ্রীলঙ্কার কয়েক যুগ ধরে সুসম্পর্ক রয়েছে। এমডিপি’র প্রবীণ নেতাদের বাড়ি ও ব্যবসা রয়েছে কলম্বোয়। এমনকী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির শ্বশুরমশাই সিক্কা আহমেদ ইসমাইল মানিক শ্রীলঙ্কাতেই থাকেন। সেখানে তাঁর বহু কোটির বিভিন্ন ব্যবসা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*