শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বিক্রমসিঙ্ঘে, দেশ জ্বলছে বিক্ষোভের আগুনে

Spread the love

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে গিয়েছে। এককথায় ক্ষোভের আগুনে জ্বলছে লঙ্কা। পলাতক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে লক্ষ লক্ষ লোক ভিতরে ঢোকার জন্য লড়াই চালাচ্ছে। প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালানোর পর যেন আরও উন্মত্ত হয়ে উঠেছে জনতা।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে প্রেসিডেন্টের পদে বসে পড়ায় আগুনে যেন ঘি পড়ে। লাখে লাখে জনতা কলম্বোর রাজপথগুলির দখল নিয়ে নিয়েছে। দেশে এই বিশৃঙ্খল অরাজকতার কারণে জরুরি অবস্থা জারি ও সেনা নামানোর পরেও হাল ফেরেনি। সরকার পতনের দাবিতে অনড় জনতাকে একচুলও পিছু হটাতে পারছে না বাহিনী। কাঁদানে গ্যাস ছুড়েও তাদের বাগে আনা যাচ্ছে না। জনতার মাথার উপর দিয়ে বিপজ্জনকভাবে ওড়ানো হচ্ছে সেনা হেলিকপ্টার।

যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ভিতর থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ আসছে। আন্দোলনকারীদের একাংশ শ্রীলঙ্কার জাতীয় টিভি চ্যানেলের অফিসেও চড়াও হয়েছে। তারা আগে থেকেই দাবি তুলেছিল, এখান থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে চায় তারা। সব মিলিয়ে শ্রীলঙ্কা আপাতত অভিভাবকহীন সরকারে পরিণত হয়েছে। তুমুল বিক্ষোভে গোটা দেশ লাভার মতো ফুটছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*