ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল আদলে ব্যাট হাতে মিস্টার বিন, কটাক্ষ জয়সূর্যের

Spread the love

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রনিল বিক্রমসিংহকে নিশানা করলেন সনৎ জয়সূর্য। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিষয়টিকে ‘ক্রিকেটে মিস্টার বিনের অন্তর্ভূক্তি’ বলে ব্যঙ্গ করেছেন। জয়সূর্যের কথায়, ধরে নিন মিস্টার বিনকে নেওয়ার পরও নির্বাচকরা তাকে প্রত্যাখ্যান করল। কারণ, তিনি একজন অভিনেতা। ক্রিকেটার নন।”

এখানেই শেষ হয়নি জয়সূর্যের টুইট-ছক্কা। ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য টুইটে লেখেন, ‘রনিল বিক্রমসিংহের এভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি আসলে ব্যাটসম্যানকে আম্পায়ার আউট ঘোষণা করেছেন। কিন্তু, তিনি ক্রিজ ছাড়তে অস্বীকার করে চলেছেন।’ রনিলকে অনেকটা উপদেশের ঢঙে জয়সূর্য লিখেছেন, ‘আর কোনও খেলা নেই। ক্রিকেটে শেষ ব্যক্তির একা ব্যাট করার সুযোগ নেই। ভালভাবে ছেড়ে দিন।’

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে আগেও একাধিক বার সুর চড়িয়েছেন জয়সূর্য। সরাসরি নিশানা করেছেন দেশের সরকারকে। বিক্ষোভকারীদের পাশে থাকার বার্তা দেন। তিনি টুইটারে বিক্ষোভে সামিল হওয়ার ছবিও পোস্ট করেছেন। একাধিক বার টুইট করে লেখেন, ‘সব সময় শ্রীলঙ্কার মানুষের সঙ্গে রয়েছি। খুব তাড়াতাড়ি জয়ী হব আমরা। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ জানানোর আবেদন জানাচ্ছি।’ গোতাবায়া রাজাপক্ষকে পদত্যাগের দাবিও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*