শর্ত সাপেক্ষ অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসার অনুমতি পেলেন এসএসসির বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বুধবার এই অনুমতি দিলেন বিচারপতি শম্পা সরকার। বিচারপতির নির্দেশ, শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এই সংক্রান্ত বিষয়ে অবস্থান-বিক্ষোভ চলছে। সেখানেই অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভের অনুমতি দেওয়া হল। তবে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকতে হবে।
বিক্ষোভের অনুমতি দিলেও বিচারপতি শম্পা সরকার মামলাকারীদের মৃদু ভর্ৎসনাও করেন। তিনি বলেন, সিটি অফ জয় কখনও সিটি অফ ডেমনস্ট্রেশনে পরিণত হতে পারে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। ১১২ জন বিক্ষোভকারী অবস্থানের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন । সেই আবেদনে আজ সাড়া দিল কলকাতা হাইকোর্ট। বিক্ষোভে বসার জন্য অনুমতি দেওয়া হল তাঁদের।
এর আগে বিক্ষোভে বসার জন্য পুলিসের কাছে আবেদন জানিয়েছিল তাঁরা। কিন্তু পুলিস অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানেই আজ অনির্দিষ্টকালের জন্য অনুমতি দেওয়া হল। আদালতের পক্ষ থেকে বলা হয় শান্তিপূর্ণ বিক্ষোভ করতে হবে।
Be the first to comment