নবম-দশম শ্রেণিতে ভূগোল শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করল আদালত। আগামিকাল বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
আদালতে মামলাকারীদের অভিযোগ, ভূগোল-সহ অন্যান্য বিষয়ে কম নম্বর পেয়েও ২০১৬ সালে অনেকে চাকরি পেয়েছেন। তাঁদের দাবি, কে কত নম্বর পেয়েছেন তা অবিলম্বে প্রকাশ করতে হবে। কমিশনের আইনজীবী সুতনু পাত্র বুধবার আদালতে জানান, এসএসসি-র সার্ভার রুম এখন সিবিআইয়ের অধীনে রয়েছে। তাঁরা সেখানে পাহারা দিচ্ছে। ওই সার্ভার রুমে কমিশনের কাউকে ঢুকতে দেওয়া যাচ্ছে না। সিবিআই অনুমতি দিলে ওই ঘর ব্যবহার করা যাবে। তখন নম্বর প্রকাশ করা সম্ভব।
বিচারপতি মান্থা জানতে চান, কমিশন কি এ ব্যাপারে সিবিআইকে কোনও চিঠি দিয়েছে? কমিশনের আইনজীবী জানান, কমিশন কর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে হবে। প্রসঙ্গত, বেআইনি নিয়োগ সম্পর্কে আদালত গত ৭ জুন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছিল।কিন্তু কমিশন সেই রিপোর্ট পেশ করেনি। তাই সমস্ত বিষয়টি জানানোর জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে হাজির হতে বলা হয়েছে।
Be the first to comment