এসএসসি আইনে পরিবর্তন। বদলির ক্ষেত্রে নয়া নিয়ম করল কলকাতা হাইকোর্ট। পুরানো নিয়ম অনুযায়ী, ৫ বছরের কম চাকরির মেয়াদকালে বদলি নেওয়া যেত না। এমনকি শারীরিক অসুস্থতা থাকলেও বদলি আটকে যেত। সোমবার এই নিয়মের বদল করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
হামিদা খাতুন মামলায় এই নিয়মের বদল করা হল। নয়া নিয়ম অনুযায়ী, শারীরিক অসুস্থতা থাকলে, ৫ বছরের কম সময় পর্যন্ত চাকরি করলেও বদলি কার্যকর হবে। ৬ সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিল হাইকোর্ট।
বর্ধমান আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন হামিদা খাতুন। ২০১৯ সালে চাকরিতে যোগ দেন। স্ত্রী রোগ সংক্রান্ত বিশেষ সমস্যা রয়েছে তাঁর। যাতায়াত মিলিয়ে ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাঁকে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে হামিদা খাতুনের বাড়ি৷ চিকিৎসকেরা জানান, শারীরিক কারণে এত দীর্ঘ পথ যাতায়াত করা তাঁর পক্ষে একেবারেই উচিত নয়।
২০২১-এর ২৪ অগাস্ট হামিদা খাতুন বদলির জন্য আবেদন করলে তা বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশন। এসএসসির বদলির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন হামিদা, সুদেষ্ণা বেরা, মাফুজা খাতুন-সহ অনেকেই। সেই মামলায় সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, অসুস্থতা কি জানিয়ে আসে? যে কোনও সময় মানুষ অসুস্থ হতে পারেন।
এসএসসির আইন ১৯৯৭ সালের আইনের ১০ বি ধারায় ৫ বছরের কম চাকরির অভিজ্ঞতা থাকলে বদলির সুযোগ ছিল না। ২০১৭ সালে হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলার পরেও ওই নিয়ম অপরিবর্তিত থাকে। এসএসসি বদলি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য ছিল, গোলি মারো রুল কো। স্নিগ্ধা দত্তের মামলায় ওই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ৫ বছরের কম চাকরির অভিজ্ঞতায় বদলি নিয়ে কার্যত একই ভাবনার অনুসারি বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Be the first to comment