এসএসসি নিয়োগ নিয়ে জটিলতা এখনও অব্যাহত। দিনের পর দিন চলছে আন্দোলন। এই নিয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন এসএসসির চেয়ারম্যান শুভশংকর সরকার। আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ ফের খতিয়ে দেখবে রাজ্য সরকার।
২০১৬ সালে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ ওঠে। যা নিয়ে বহুদিন ধরে সরব চাকরিপ্রার্থীদের একটি অংশ। ২০১৯ সালে তাঁরা ধর্মতলায় অনশনে বসেছিলেন। পরে আন্দোলনকারীদের পাঁচজনকে নিয়ে একটি কমিটি তৈরি হয়। কমিটির সবাই নিয়োগপত্র পেয়ে যান। আন্দোলন কিছুটা ঝিমিয়ে যায়। পরে ফের বিক্ষিপ্তভাবে ক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও তাঁরা জমায়েত করেন। সল্টলেকে প্রায় ছ’মাস ধরে টানা বিক্ষোভ অবস্থান চলছে।
Be the first to comment