শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ! কালীঘাটে DSO, আচার্য সদনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির

Spread the love

SSC-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কালীঘাটে বিক্ষোভ দেখাতে শুরু করল DSO-র কর্মীরা। এছাড়াও আচার্য সদন অর্থাৎ SSC অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে BJP-র যুব মোর্চার সদস্যরা। সবমিলিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। SSC নিয়োগ দুর্নীতি মামলায় আজ একাধিক গুরুত্বপূর্ণ রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার SSC-তে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখান বিরোধীরা। DSO কালীঘাটে বিক্ষোভ দেখায়। এছাড়াও আচার্য সদনের সামনে এদিন বিক্ষোভ দেখায় BJP-র যুব মোর্চা। সূত্রের খবর, তাঁদের কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ মামলায় শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ জানায়, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হল। এদিন থেকে তিনি আর স্কুলে প্রবেশ করতে পারবেন না। এছাড়াও দুটি কিস্তিতে তাঁকে তাঁর যাবতীয় প্রাপ্য বেতন ফেরত দিতে হবে। এই ধরনের রায় কার্যত নজিরবিহীন বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

অন্যদিকে, এদিনই SSC নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও এই আবেদন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, “বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না।”

পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি মামলা ওঠে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, SSC নিয়োগ মামলায় কোথায় তৎকালীন প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম আসেনি। অন্যদিকে, সিঙ্গল বেঞ্চ তাঁকে পদত্যাগ করা উচিত কি বলতে পারে? যদিও এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “রাজ্যের টাকা লুঠ করে সেই অর্থেই সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে।” এদিন তিনি তীব্র কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়কে। এদিকে, SSC নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার পরেশ অধিকারীকেও তলব করেছিল CBI।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*