এসএসকেএমের ৪০ জন অধ্যাপকের গণ ইস্তফা

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্যাপকের ‘গণ ইস্তফা’। আর জি করকাণ্ডের প্রতিবাদে ‘গণ ইস্তফা’ দিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি সংখ্যা আরও বাড়বে, দাবি চিকিৎসকদের। আজই ‘গণ ইস্তফার’ চিঠি পাঠানো হয় স্বাস্থ্যভবনে।
জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি সামনে রেখে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর আলোচনার ডাক দিয়ে মেল আসে মুখ্যসচিবের। জুনিয়র ডাক্তাররা যানও সেই বৈঠকে। কিন্তু শেষ অবধি ক্ষুব্ধ তাঁরা।’নিষ্ফলা’ স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর। রাজ্য সরকার এখনও সাড়া না দেওয়ায়, এবার অনশনরত জুনিয়রদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন চিকিৎসক-অধ্যাপক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*