রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে আর চার দিন বাকি। শুক্রবার, ১০ জুন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। আর সব কিছু ঠিক থাকলে, সে দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার বিলটি বিধানসভায় আসতে পারে। আচার্য বিলটা ছাড়াও আরও ছয়টি বিল এবারের বিধানসভায় আনা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
সোমবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই আচার্য সংক্রান্ত বিষয়টিতে ছাড়পত্র দিয়েছে। এর পরই দ্রুততার সঙ্গে বিলটি বিধানসভায় আনা হবে। ৯ জুন, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা থাকছেন বলেই জানিয়েছেন পার্থ। মন্ত্রী জানিয়েছেন, কৃষি,স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল আসছে এবারের বিধানসভায়।
প্রসঙ্গত, রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে চলেছেন মুখ্যমন্ত্রীই। আজ, সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়। নবান্ন সূত্রে খবর, প্রাণী, মৎস্য , স্বাস্থ্য, কৃষি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসাতে বিল আনবে রাজ্য সরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে ঘিরে রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত আরও তীব্র হবে মনে করছে রাজনৈতিক মহল।
Be the first to comment