কেজরিওয়ালের গাড়ি লক্ষ করে ছোড়া হল পাথর, প্রচারে বেরিয়ে অল্পের জন্য রক্ষা পেল আপ প্রধান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পাথর ছোড়া হল অরবিন্দ কেজরিওয়ালের গাড়ি লক্ষ করে! আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভা ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সেই নির্বাচনি প্রচারেই বেরিয়েছিলেন আপের প্রধান। সেইসময় আচমকাই তাঁর গাড়ি লক্ষ করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তবে এই ঘটনায় কেজরিওয়ালের গায়ে কোনওরকম আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এবার দিল্লির নির্বাচনে কোনও জোটের শরিক না হয়ে আম আদমি পার্টির একা লড়ার কথা ঘোষণা ইতিমধ্যেই করেছেন কেজরিওয়াল। দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি, ভোটগননা হবে ৮ ফেব্রুয়ারি। তাঁর আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ করে পাথর ছোড়ার এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে আম আদমি পার্টি। আপের দাবি হেরে যাওয়ার ভয়ে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। তবে এই আক্রমণে কেজরির মনোবল নড়ানো সম্ভব নয় বলেই জানিয়েছে আপ। বিজেপিকে তাঁদের হুঁশিয়ারি, ‘‘কেজরিওয়াল আপনাদের এই কাপুরুষোচিত আক্রমণে ভয় পাননি। দিল্লির জনগণই আপনাদের উপযুক্ত জবাব দিয়ে দেবে।’’
যদিও আপের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি প্রার্থী পরবেশের দাবি, আপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, উলটে কেজরির গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় নাকি পা ভেঙে গিয়েছে এক বিজেপি কর্মীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*